অনেকে ইসলাম শব্দের অর্থ করেন শান্তি। আমাদের মুসলিম সমাজসহ বিভিন্ন ধর্মের প-িতরা এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রাম্যপুলিশ পর্যন্ত একই অর্থ করেন। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও আলোচানা সভায় জ্ঞানী প-িতরা ইসলাম অর্থ শান্তি আখ্যায়িত করে থাকেন। কারণ এদের মগজটা সেভাবেই ধোলাই করা। যারা ইসলামের সঠিক ব্যাখ্যা জানে না এবং ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকার কারণে তারাই দেশে ও জাতির সামনে বিকৃত বক্তব্য উপস্থাপন করে তারা জাতিকে ভাঙনের পথে ঠেলে দেয়। তাদের উত্তরসূরিরাই জঙ্গি নামক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। তাদের বক্তব্য হলো-এটি নিরীহ গোবেচারা টাইপের ধর্ম। অনেকটা খ্রিষ্টবাদের মতো। এক গালে চড় দিলে আরেক গাল পেতে দাও, তোমার কোর্তাটি নিয়ে গেলে জোব্বাটি দিয়ে যাও । এমন! আসলে কি তাই। বরং এটি সত্যের চরম অপলাপ এবং উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের একটি অংশ মাত্র।
ইসলাম আরবি শব্দ যার অর্থ আত্মসমর্পণ করা। আর শান্তির আরবি শব্দ সালাম। আরবি ভাষার বিখ্যাত ও সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান ইবনে মনজুর রচিত ‘লিসান আল আরাব’-এ বলা হয়েছে ইসলাম শব্দটি ‘ইসতিসলাম’ শব্দ থেকে নেয়া হয়েছে। যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া আত্মসমর্পণ করা। অনেকে মনে করেন ‘সালাম’ এই তিনটি অক্ষর থেকে যেহেতু ইসলাম ও সালাম উভয় শব্দের উৎপত্তি তাই উভয়ের অর্থ একই হবে। অথচ বাস্তবে একই মূল ধাতু থেকে উৎপন্ন বিভিন্ন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমন : ‘সালাম’ থেকে উৎপন্ন শব্দসমূহ হলো : ইসলাম- আত্মসমর্পণ, সালাম- ভালো থাকা; শান্তি, সালমা-চামড়ার প্রস্তুতি (ট্যানারি), সালিমা- বিপদ থেকে রক্ষা পাওয়া (স্ত্রীবাচক), সালিম- বিপদ থেকে রক্ষা পাওয়া (পুংবাচক), আসলাম- সঁপে দেয়া, ইসতিসলামা- আত্মসমর্পণ করা, মুসলি- যাতে কোনো মতদ্বন্দ্ব হয়নি। (সাহিব বিন আব্বাদ রচিত আলমুহীত ফিল লোগা)
হানাফি মাজহাবের প্রসিদ্ধ ফিকাহ গ্রন্থে ইমাম ইবনে আবেদীন র: রচিত রুদদুল মুহতারিতে বলা হয়েছে- জেনে রাখো ইসলামের অর্থ দু’টি। ইসলামী শরিয়তের পরিভাষায় এটার অর্থ হচ্ছে ঈমান। আভিধানিক ও শাব্দিক অর্থে এর অর্থ হলো অত্মসমর্পণ এবং মান্য করা ঠিক যেভাবে ইমাম নাসাফী আল উমদাহের ব্যাখ্যা গ্রন্থে এসেছে। ইমাম ইবনে তাইমিয়া মাজমু আল ফতোয়ায়ে বলেছেন, ইসলামের অর্থের মধ্যে রয়েছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।
ইসলামের শত্রুরা আমাদের মধ্যে বিভিন্নভাবে অনেক ভুল ধারণা ঢুকিয়ে দিতে চায় । যাতে আমরা প্রকৃত ইসলাম না জানি, সেটা থেকে দূরে থাকি। তাহলে তারা আমাদের পরাজিত করে রাখতে পারবে। যার একটা জ্বলন্ত উদাহরণ কালেমা, ইলাহ, রব এবং ইসলামের ভুল ব্যাখ্যা ও ভুল আভিধানিক পারিভাষিক অর্থ। যার কারণে আমরা জাতিকে ভুল পথে ধাবিত হতে দেখছি। অনেক মুসলমান সঠিক ব্যাপারটা না জানার কারণে ইসলাম মানে শান্তি বলে থাকেন। কেন আমরা বলতে পারি না কেবল সঠিক ইসলামের ছায়াতলে এলেই শান্তি নিহিত। ইংরেজরা যখন কলকাতা আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন, তৎকালীন ইংরেজ গভর্নর ড. ম্যাকলিনকে মাদরাসার সিলেবাস তৈরির দায়িত্ব দেয়া হয়। এই সুযোগে তারা ইসলামের অনেক মৌলিক শব্দ যেমন- ইসলাম, ইলাহ, রব, তাওহিদ, শিরক, তাগুদ, জিহাদ ইত্যাদি পরিবর্তন করে। বাতিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ্ব ও সঙ্ঘাতকে এড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামের অর্থ শান্তি করে থাকে। আমাদের ইসলাম সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জনের শুরু হোক স্বয়ং ইসলাম শব্দের অর্থ দিয়ে। লেখক : আল আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো, মিসর