হাজ্বীগণের সংগঠন হিজবুল আরাফাত উলিপুর শাখার উদ্যোগে, উলিপুর পৌরসভা চত্বরে নতুন ও পুরাতন হাজীদের সমন্বয়ে উলিপুরে “হাজী পরিচিতি ও দোয়া মাহফিল” মহা মিলন-মেলায় পরিণত হয়। শনিবার (২৭ আগষ্ট) সকাল ৯টা থেকে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উলিপুর উপজেলা ‘হিজবুল আরাফাত’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু তৈয়ব সরদারের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব হজ্জ্বের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা শুরু হয়। এতে বক্তব্য রাখেন- উলিপুর পৌর মেয়র জনাব আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা বিএম সভাপতি ডাঃ আলহাজ্ব নাছির উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক ডাঃ আলহাজ্ব নোকমান হাকিম, রাজারহাট উপজেলা হিজবুল আরাফাতের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উলিপুর উপজেলা হিজবুল আরাফাত’র সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সবুর, বর্তমান সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফয়জার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, রাজারহাট ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ হক্কানী, লালমনিরহাট নেছারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোসলেম উদ্দিন প্রমূখ। এ সময়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলা, রাজারহাট উপজেলা ও চিলমারী উপজেলা হিজবুল আরাফাতের অনেক নবীন-প্রবীণ হাজ্বী সাহেবগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ২য় পর্বে সহস্রাধিক উপস্থিত হাজ্বী সারিবদ্ধ ভাবে নবাগত হাজ্বীগণের সাথে মোছাহাবা ও সালাম বিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সঞ্চরী ট্র্যাভেলের মোয়াল্লেম আলহাজ্ব মাওঃ নূরুন্নবী মিয়া। পরে, মোনাজাত শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।