পঞ্চগড়ের বোদায় দীর্ঘদিন খড়ার পড়ার চলতি আমন মৌসুমে স্বস্তির বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। চলিত আমন মৌসুমে সঠিক সময়ে বৃষ্টি পানি না হওয়ায় কৃষকদের দুশ্চিতা ও হতাশার মধ্যে দিন পার করতে হয়েছে। অপরদিকে সার ও জ¦ালাতি তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের ধান উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এই দুশ্চিতা ও বৃষ্টি পানি না হওযায় এ উপজেলার কৃষকদের মুখে হাসি ম্লান হয়ে গিয়েছিল। দীর্ঘদিন খড়ার কবলে পড়ে এই উপজেলার আমন ক্ষেত ফেড়ে চৌচির হয়েছে গেছে। গত শনিবারের মধ্যে রাতের স্বস্তির বৃষ্টিতে আমন ক্ষেতগুলো সবুজে সতেজ হয়ে উঠেছে। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ঘুরে দেখা গেছে কৃষকরা ধান ক্ষেতে প্রয়োজনীয় সার ও কিটনাশক প্রয়োগ করছেন। কৃষকরা জানান, এভাবে আবহাওয়া ও বৃষ্টি হলে আমন ক্ষেত গুলো সবুজে সবুজ হয়ে উঠবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুনুর উর-রশিদ জানান, চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকদের আমন ক্ষেতের সঠিক পরিচর্যার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাঠ পর্যায়ে কাজ করছেন। কৃষকের সার সংকটের সমাধান সহ যাবতীয় সকল প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে আমন ধানের ভাল ফলন হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।