মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

১২৭ রান করে জিততে চাওয়াটাই তো বোকামি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ওহ! আহ! ইশ! আফসোসই প্রাপ্তি। এভাবে আসলে ক্রিকেট খেলা হয় না। ক্রিকেট সাহসীদের খেলা; ঘোমটা টানা বৌদিদের দিয়ে আর যাই হোক, ক্রিকেট যায় না। তবুও হারের কারণ নিয়ে করছি কিছুটা আলোচনা-সমালোচনা। স্বপ্ন না সত্যি? ভেবে হয়তো নিজেই নিজেকে চিমটি কাটছিলেন। এমনটাই তো হবার কথা, গত ৫ মাসে মারেননি কোনো হাতি-ঘোড়া; তবুও হঠাৎ করে এশিয়া কাপের বহরে। নামই ছিলো না শুরুতে, ছিলেন এ দলের সফরে। হঠাৎই কিসের ভিত্তিতে দলে ফেরা তার, হয়তো নিজেও উত্তর খুঁজে পাননি। পরে হয়তো মুচকি হেসে বলেছেন, এ আর তেমন কী, বাংলাদেশ দল তো এমনই। এখানে সুযোগ পেতে পারফর্ম করতে হয় না, অন্যের ব্যর্থতাই যথেষ্ট! শেষ ৪ ম্যাচের চারটাতেই প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অধিনায়ক টস জিতে ব্যাটিংটাই নিয়েছে। একাদশটাও মানানসই বটে, যদিও মোস্তাফিজকে নিয়ে প্রশ্ন উঠছে ম্যাচ শেষে। আরো একবার যেন প্রমাণ হলো, দেশের বাইরে তিনি সর্বনাশে। দেশসেরার তকমা নিয়ে, আইপিএল খেলার অজুহাতে যেন প্রতিনিয়তই উপহাস করে চলেছেন দেশের সাথে। মিথ্যে বলিনি আমি, পরিসংখ্যান বলে – ১টা উইকেট নিতে রান দিচ্ছেন তিনি ৫১ গড়ে! তবে একটা প্রশ্ন মনে ভাসছে। একই ধরনের বল করে রুবেল হোসেন যখন অস্তিত্ব সঙ্কটে, মোস্তাফিজ তখন কী করে থাকেন অটো চয়েস হয়ে?
পরিসংখ্যান আর স্কোরকার্ড দেখে হয়তো সহসাই বলে ফেলবেন, এ আর তেমন কি? ভরসা তো রাখাই যায় মাহমুদউল্লাহ রিয়াদে। পার-সমর্থক হলে হয়তো বলে উঠেবেন, অবিচার হয়েছে রিয়াদের সাথে। আসলে পরিসংখ্যান মানেই ধোঁকা; নেভিল কার্ডাসের মতে পরিসংখ্যান আস্ত বোকা। ব্যর্থতা আগলে রাখে, আড়াল করে গাণিতিক মায়াজালে। ব্যাট হাতে ধারহীন ভোঁতা দীর্ঘদিন ধরে, ফিল্ডিংয়েও বেশ মরিচা ধরেছে। শুধুই ক্যাচ মিস নয়, মাঠে তার ছুটে চলাই যেন বয়সের বার্তা বহন করে। ১১ মাস পর টি-টোয়েন্টি দলে। এই এগারো মাসে পৃথিবীর অনেক কিছুই যদিও বদলে গেছে, বদলে যাননি শুধু সাইফুদ্দীন নিজে। যেখানে থেমেছিলেন সেখানেই যেন ফিরলেন। ফিরলেন সেই পুরনো রূপে, ফিরলেন ফের উদার হস্তে। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে যেন, দুই হাতে টাকা উড়ান মন মতো। গত বছরের অক্টোবরে লঙ্কানদের বিপক্ষে এক ওভারে ২২ রান দিয়ে এতদিন ছিলেন অন্তরালে। যখন আবার ফিরলেন আফগানদের বিপক্ষে, আবারো ২২ রান দিলেন এক ওভারে! ধারাবাহিকতা হিংসে হবার মতো.. ১৪ বলে ৫। আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে, ইনিংসের উদ্বোধনীতে পাওয়ার প্লের মাঝে! একাদশের একমাত্র সাময়িক নির্ভরযোগ্য ওপেনার হিসেবে জায়গা পেয়েছিলেন এশিয়া কাপে। অথচ শেষ ৬ ম্যাচে ১৪ গড় তার, ৪৫ রান মোটে। স্ট্রাইক রেট ১০১। সেখান থেকে এশিয়া কাপে সেরা ওপেনারের তকমা দিয়ে একাদশ সাজালে এর থেকে ভালো আর কী-ই বা হতে পারে? পরের ম্যাচগুলোয় জায়গা পেলে তাই, অবাকই হবো বটে। নয়াদিগন্ত অন লাইন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com