বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই জনদুর্ভোগ বেড়েই চলেছে : নূরুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই তারা জনগণের পাশে দাঁড়ায় না। এজন্য দেশে সাধারণ জনগণের দুর্ভোগ আজ বেড়েই চলেছে। গতকাল বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবী মানুষের মধ্যে রিকশা ও ভ্যান গাড়ি বিতরণকালে তিনি একথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিক, শেখ শরিফ উদ্দিন আহমেদ, আব্দুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল বারি আকন্দ, শাহীন আহমদ খান, আখতারুল আলম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রিকশা ও ভ্যান গাড়ি বিতরণের সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তাদের হাতে এ দেশের জনগণ ও সম্পদ নিরাপদে থাকবে।
তিনি বলেন, জনগণের কল্যাণে প্রথম এগিয়ে আসার দায়িত্ব মূলত সরকারের অথচ দেশের মানুষের জন্য বর্তমান সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা লুটপাট, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। তিনি আরো বলেন, সরকারের দায়িত্ব ছিল কোভিড-১৯ পরবর্তী সময়ে দেশের ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন ও সাবলম্বী করে গড়ে তোলার জন্য কার্যকরী উদ্যোগ ও সহযোগিতা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার তা করেনি বিধায় করোনা পরবর্তী এই সময়ে দেশের জনগণের বিরাট একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন পর্যন্ত উপায় খুঁজে পাচ্ছেন না। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com