বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

টাঙ্গাইলে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সাত সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

টাঙ্গাইলে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইল শহরের বাজিতপুর হাটখোলা ও সাহাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অপহৃত রাজমিস্ত্রির শ্রমিক আব্দুর রহিমকে(৪০) উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজমিস্ত্রির শ্রমিক আব্দুর রহিম(৪০) কাজের সন্ধানে রোববার সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে একজন অপরিচিত ব্যক্তি রাজমিস্ত্রির কাজের কথা বলে পুরাতন বাসস্ট্যান্ডের একটি অপরিচিত বাসায় নিয়ে যায়। সেখানে আসামীসহ উক্ত বাসায় পূর্ব থেকে অবস্থান করা অন্যান্য আসামীরা সবাই মিলে শ্রমিক আব্দুর রহিমকে ভয়ভীতি প্রদর্শনসহ মারধর করে। তার কাছে থাকা নগদ ৩ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়। এ সময় আসামীরা আরও এক লক্ষ বিশ হাজার টাকা বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ দেয়। অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারপর আসামীরা সকলে শ্রমিক আব্দুর রহিমকে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং দুটি বিকাশ নম্বর দিয়ে টাকা আনার জন্য শ্রমিক আব্দুর রহিমকে বাড়িতে ফোন করতে বলে। এ সময় শ্রমিক আব্দুর রহিম তার আপন ছোট ভাইকে ফোন করেন। ফোন কল পেয়ে তার আপন ছোট ভাই আব্দুর রাজ্জাক র‌্যাবকে অবহিত করেন। পরে সোমবার ভোর নিজস্ব তথ্য-প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১২, সিপিসি- ৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। টাঙ্গাইল শহরের বাজিতপুর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমগাছে রশি দিয়ে হাত বাধা ও একটি গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় রাজমিস্ত্রির শ্রমিক আব্দুর রহিমকে উদ্ধার করেন। আটককৃত অপহরণকারী আসামীরা হলো- আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর(২৪), হাবিবুর রহমানের ছেলে শাকিল আহম্মেদ হৃদয়(২৭), আলমগীর হোসেনের ছেলে লাবিব খান(১৮), ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম(২২), আবু তাহেরের ছেলে হৃদয় আহম্মেদ(২২), এবাদত হোসেনের ছেলে বাধন(১৯), মোস্তফা কামালের ছেলে রাব্বি খান(১৮)। অপহরণকারী চক্রের আসামীদের সকলের বাড়ি শহরের থানাপাড়া, গাড়াইল, আদি টাঙ্গাইল এলাকায়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু, রশি, গামছা, ৪টি মোবাইল, ৪টি সিমকার্ড, ২টি হাত ঘড়ি, ৩টি মোটরসাইকেলসহ নগদ ১১ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়। এই বিষয়ে রাজমিস্ত্রি শ্রমিক আব্দুর রহিম নিজে বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com