সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

শরীয়তপুরের নড়িয়ায় মামলা চলমান থাকার পরেও জমিতে অবৈধ ভাবে ইটের দেয়াল দেয়ার অভিযোগ

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজংজ্ঞপুর ইউনিয়নে ১নং কানার গাঁও গ্রামে জমি নিয়ে মামলা চলমান থাকার পরেও জোরপূর্বক সেই জমিতে ইটের দেয়াল দেয়ার অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন মাঝীর বিরুদ্ধে। মামলার এজাহার ও নড়িয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আমির চাঁন সরদার, পিতা মৃত মজিদ চাঁন্দ সরদার, মাতা মৃত হাজেরা বেগম, গ্রামঃ শিরঙ্গল পোঃ ভোজেশ্বর থানাঃ নড়িয়া জেলাঃ শরীয়তপুর। ৬৩নং শিরঙ্গল ও ৬৪নং কানার গাঁও এই দুইটি দাগে ৬৩নং মৌজায় ৬.০৪ শতাংশ ও ৬৪নং মৌজায় ৮.১৭ শতাংশ মোট ১৪.এক শতাংশ বাড়ি ও বাগান। যা কিনা সাব কাবলা নড়িয়া উপজেলা রেজিস্ট্রারী অফিস থেকে দলিল করা হয়। দলিল দাতাগন হলেন, মোঃ জাভেদ, পিতাঃ মৃত দিল মোহাম্মদ (দীন) মাতারঃ মৃত ফয়মুন (নেছা) গ্রামঃ কানার গাঁও, ডাকঘরঃ লোনসিং, থানাঃ নড়িয়া, জেলা শরীয়তপুর। ৬৩নং মৌজায় ৬.০৪ শতাংশ বাড়ী যাহার মূল্য ৮,০০,০০০ টাকা এবং ৬৪নং মৌজায় কানার গাঁও ৮.১৭ শতাংশ বাগান যাহার মূল্য ২২,০০,০০০ টাকা। এতে সব মিলিয়ে ৩০লক্ষ টাকায় এই জমি বিক্রি করেন। ২১/০৯/২০২১ যার দলিলের উপর প্রদেয় কর নড়িয়া সোনালী ব্যাংকে ৯০,০০০টাকা পরিশোধ করেন। অপর দিকে পুর্বে উল্লেখ্য মৌজায় ৬শতাংশ জমি। বি আর এস এ মালিক শাহাবুদ্দিন মাঝী, পিতা মরন মাঝী, তিনি দাবী করে বলেন, আমার ক্রয়কৃত জমি এবং বি আর এস এ রেকর্ড অনুযায়ী আমি ভোগে রয়েছি, কিন্তু আমার পাশে জমির মালিক আমির চাঁন্দ সরদার এস এ দলিলে মালিক দাবী করে আসছেন। এই সম্পত্তি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে অনেক বার বসেও কোন মিমাংসা হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com