সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

নেত্রকোণা পূর্বধলায় চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

পূর্বধলা উপজেলার ধলামূলগাঁউ ইউনিয়নের চোরের ভিটা প্রাথমিক বিদ্যলয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের যাতায়তের রাস্তা বিক্রি করে দিয়েছে বিদ্যালয়ের জমিদাতা। এই নিয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও শিক্ষকগ। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, সহকারি শিক্ষক নিলা আক্তার, সহকারি শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সরোজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের জমি দাতা মোঃ মোফাজ্জল হোসেন, আব্দুল গনী, মোঃ ফজলুল হক ও বাবুল মাস্টার তারা চারজন মিলে স্কুলের ছাত্রদের যাতায়তের রাস্তা বিক্রি করে দিয়েছে। অথচ স্কুলের ১৬৫, জন ছত্র-ছাত্রী রয়েছে তাদের চলাচলের জন্য কোন রাস্তা না রেখে অন্যত্র বিক্রি করে দিয়েছে। স্কুলের কমিটির সদস্য বলেছিলেন স্কুলের জন্য দুই শতাংশ জমি রেখে দেওয়ার জন্য। তারা ছাত্র শিক্ষকদের কথা চিন্তা না করে সবটুকু জমি অন্যত্র বিক্রি করে দিয়েছে। এই নিয়ে স্কুলের অভিভাবক ও গ্রামের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রাথমিক বিদ্যলয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের দাবী ছাত্রদের যাতায়তের জন্য রাস্তা দিতে হবে। না হলে একের পর এক আন্দোলন চলতে থাকবে। এই নিয়ে পুর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com