রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন। এতে বক্তব্য দেন নীলফামারী প্রেসকাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়াম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল বারী, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, জলঢাকা প্রেসকাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি, চ্যানেল টোয়েন্টিফোরের অনিকেত রায়হান সবুক্তগীন, দিপ্ত টিভির ইয়াসিন মোহাম্মদ সিথুন, দৈনিক ইত্তেফাকের শামীম হোসেন বাবু, চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু মুসা মাহমুদুল হক ও ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনার রশিদ মিঠু। এতে স্বাগত বক্তব্য দেন এটিএন নিউজের নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। নীলফামারী প্রেসকাবের সহ-সভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন দফতর সম্পাদক নূর আলম। বক্তারা উল্লেখ করেন অনেক স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হয়রানী, হামলা-মামলা করে ভয় ভীতি দেখানো হচ্ছে। এটি করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভাবে কাজ করতে না দেয়ার একটি কৌশল হিসেবে। রাজশাহীতে এটিএন নিউজ প্রতিবেদক বুলবুল হাবীব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের উপর হামলার ঘটনায় লোক দেখানো যে ব্যবস্থা নেয়া হয়েছে তার পরিবর্তে আমরা দৃষ্টান্ত দেখতে চাই এবং সেটি যেন দেশে অনুকরণীয় একটি ঘটনা হিসেবে দৃশ্যমান হয়। নীলফামারী প্রেসকাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বলেন, সরকার গণমাধ্যমকে স্বাধীন ভাবে কাজ করার জন্য পথ সৃষ্টি করে দিয়েছে কিন্তু একটি কুচক্রি মহল যারা অন্যায় অপরাধ এবং অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত তারা সাংবাদিকদের বাঁধা মনে করে হয়রানী এমনকি বিভিন্ন স্থানে হামলা মারধোরের মত ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, আমরা চাই নিরাপদ পরিবেশে সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালন করতে পারে এরফলে যে চিত্র গণমাধ্যমে উপস্থাপিত হবে সেটি সরকারের সহায়ক ভুমিকা পালন করবে।