কুমিল্লার শতবর্ষী ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ উ”চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র বিদ্যালয় এর সদ্য নির্বাচিত সদস্য ও মনোনীত সদস্যরা অংশগ্রহন করেন। কমিটি পরিচালনার নিয়মুনাযী প্রথম সভা থেকে পরবর্তী ২ বছরের জন্য এর মেয়াদকাল। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি আদর্শ উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির নবনির্বাচিত সভাপতি খন্দকার শাহজাহান। সভা পরিচালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পদাধিকারবলে পর্ষদের সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন। সভায় ২ জন বিদ্যুসাহী সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তারা হলেন,খন্দকার জহিরুল ইসলাম ও সেলিম সরকার। সভার আলোচনায় ভবিষ্যতে বিদ্যালয়টি স্ব”চভাবে পরিচালনার মাধ্যমে শিক্ষার সার্বিক মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে উপ¯ি’ত সবাই একমত প্রকাশ করেন। দাউদকান্দি আদর্শ উ”চ বিদ্যালয়ের নতুন সভাপতি খন্দকার শাহজাহান দায়িত্বভার গ্রহন করার পর, তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক মান্নোয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিবাবকদের মতামত নিয়ে সব কাজ করা হবে। সভায় অন্যান্যনের মধ্যে উপ¯ি’ত ছিলেন কমিটির দাতা সদস্য রকিব উদ্দিন রকিক। অভিবাবদের ভোটে নির্বাচিত সদস্য, মনির হোসেন, কবির খন্দকার, ফখরুল ইসলাম সরকার, মেহেদী হাসান টিপু, মরিয়ম হক শিক্ষক প্রতিনিধি সদস্য ম”নাল কান্তি মজুমদার, শাহাদাৎ হোসেন ও বিউটি আত্তার প্রমুখ।