লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘটনাস্থল পরিদর্শন না করে মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বামনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানাযায়, জমিজামা ঝামেলা সংক্রান্ত একটি ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা মোতাবেক লক্ষীপুর আদালতে ৭৬২ নং মিছ মামলা আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বভার দেওয়া হয় ¯’ানীয় ০৭ বামনী ইউনিয়নের ভুমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলামকে তবে এ মামলার বাদি রফিকউল্লাহ এবং তাঁর ছেলে মোঃ তারেক গণমাধ্যম কর্মীদের কাছে গতকাল অভিযোগ করে বলেন, আমাদের কিছু জমি দখল করে ভবন নির্মাণ করে বাড়ির একই বাড়ির প্রভাবশালীরা। আমরা তাদের অর্থে ও শক্তির সাথে না পেরে আদালতে মামলা করি। দায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম কে আদালত থেকে সরেজমিনে গিয়ে মামলার তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তিনি সরেজমিনে আসেন নি, অফিস থেকেই গোপনে প্রতিপক্ষের সাথে আতাঁত করে অর্থের বিনিময়ে মনগড়া তদন্ত রিপোর্ট আদালতের কাছে বিবাদীর পক্ষে প্রেরন করেন। এতে করে আমাদের দুই শতাংশ জমি অন্যের দখলে চলে গেছে। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আদালতের কাছে পুনঃ তদন্তের অনুরোধ জানা”িছ। এ বিষয়ে ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ঘটনা¯’লে গিয়েছি আপনারা এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। জানতে চাইলে রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাছেল ইকবাল বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাক্তির অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাব¯’া নেওয়া হবে।