সবজি হিসেবে আলু বেশ জনপ্রিয় হলেও এটি ত্বকের যত্নের জন্য বেশ কার্যকরী। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আলু দিয়ে তৈরি করে নিতে পারেন ঘরোয়া ৩ টি সহজ ফেস প্যাক।
পদ্ধতি-১: আলু, টমেটো ও দুধের সর একত্রে মিলিয়ে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। সেজন্য আলু ১ চামচ পরিমাণ গ্রেট করে এর সাথে ১ চা চামচ টমেটো পেস্ট এবং হাফ চা চামচ দুধের সর একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ১৫-২০ মিনিট লাগিয়ে । এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।
পুদ্ধতি-২: আলু, টমেটো এবং টকদই দিয়ে তৈরি করা ফেসপ্যাক ত্বকের জন্য বেশ উপকারি। ১ চা চামচ গ্রেট করা আলুর সাথে টমেটো পেস্ট এবং ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।
পদ্ধতি-৩: আলু, কাঁচা দুধ ও মধু পরিমাণ মতো নিয়ে তৈরি করে নিন ফেস প্যাক। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব কার্যকরী।