ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। এক শোকবাণীতে ভিসি বলেন, অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সরকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। প্রথিতযশা এই শিক্ষক অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও খ্যাতির সাথে বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বন্যপ্রাণিবিদ ও পরিবেশবিদ হিসেবে সুনাম অর্জন করেছেন। তার শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র রয়েছে এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। বন্যপ্রাণি সংরক্ষণ বিষয়ক গবেষণা ও প্রাণিবিদ্যা শিক্ষায় অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।