বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

রাজ কুন্দ্রার সঙ্গে এক ঘরে বন্দি হচ্ছেন নুসরাত!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান প্রমোদভ্রমণ করছেন থাইল্যান্ডে। সেখানে সমুদ্র সৈকতে কখনো বিকিনিতে কখনোবা খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে তাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিকর্তেও পড়েছেন তিনি। এরই মধ্যে জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খানের ডাক পেয়েছেন নুসরাত। তবে সেটি নতুন কোনো সিনেমার জন্য নয়। সালমানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’তে দেখা যাবে কলকাতার এ অভিনেত্রীকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাজ্যের এমপিকে বিগ বসে দেখা যাবে। সেখানে থাকবেন অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাও। রাজের সঙ্গে এবার একই ঘরে বন্দি হচ্ছেন নুসরাত। রাজ কুন্দ্রা মূলত আলোচনায় আসেন পর্নোগ্রাফিকা-ে জড়িয়ে। এ মামলায় তাকে গ্রেফতারও করা হয়। জোর করে পর্ন ভিডিওর শুট করিয়ে তা অ্যাপের মাধ্যমে অন্তর্জালে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে রাজের বিরুদ্ধে। স্বামীর এ ধরনের বিব্রতকর ঘটনায় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠী। ব্রেক নিয়েছিলেন রিয়ালিটি শো থেকে। গত বছরের জুলাইয়ে গ্রেফতার হওয়ার পর সেপ্টেম্বরে জামিন পান রাজ। আইনজীবীর দাবি ছিল, এ মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। রাজকে ফাঁসানো হচ্ছে।
এরই মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন শোনা যাচ্ছে, বিগ বসে এসে নিজের কথাগুলো শেয়ার করতে চান রাজ। সেখানেই রাজের সঙ্গে এক ঘরে বন্দি হচ্ছেন নুসরাত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com