জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম উত্তর শেষ প্রান্তে অবস্থিত ঐতিহাসিক হাটশেখা আদর্শগ্রাম। এ গ্রামে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও বিভিন্ন ধর্মাবলম্বী লোকের বসবাস রয়েছে। ঐতিহ্যবাহী হাটশেখা গ্রামে বহু বছর পূর্বে বাজার ছিল। সময়ের ব্যবধানে আর বাজার নেই গড়ে উঠেছে জনবসতি যেখানে একটি মসজিদ, ঈদগাহ মাঠ ও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়। কালাই পৌরসভার পূর্ব-দক্ষিণে ও পৌর মহল্লার ৭নং ওয়ার্ডের মুলগ্রামের শেষ প্রান্তে অবস্থিত উপজেলার একমাত্র খ্রীষ্টানধর্মের উপাসনালয় সাবধী মাদার তেরেসা গীর্জা। গ্রামটিতে খ্রীষ্টান, মুসলমান, সাওতাল ধর্মের লোক বসবাস করেন- কিন্তু অতীব দুঃখের বিষয় সেখানে যাতায়াতের রাস্তা জনসাধারনের চলাচল অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা একমাত্র গীর্জার পরিচালক হরিশ মুরমু বলেন দূরদুরান্ত থেকে খ্রীষ্টানধর্মের লোকজন সহ সর্ব সাধারনের যাতায়াতের রাস্তাটি কাচা হওয়ায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছে- তিনি রাস্তাটি পাকা করনের জন্য প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।