বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

দেশকে উন্নত করতে হলে যুব সমাজকে কাজে লাগাতে হবে -যুব উন্নয়ন মহাপরিচালক

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক মোহাম্মদ আজাহারুল ইসলাম খান বলেছেন, দেশকে উন্নত করতে হলে যুবসমাজকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের উন্নয়ন রাষ্ট্রের রূপকল্প বানাতে যুবসমাজকে প্রশিক্ষিত করতে হবে। এই লক্ষ্যে বিভিন্ন ট্রেডে যুবকদের প্রশিক্ষিত করে স্বাবলম্বী করতে নিজেদের পযায়ে নিজেরা দাঁড়াতে সহযোগিতা করা হচ্ছে। শনিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সংগঠন, আত্মকর্মী এবং প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ। এ সময় যুব উন্নয়ন মানিকগঞ্জের উপ-পরিচালক অলকা প্রভা দে, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেয়া উদ্যোক্তা, সংগঠক ও আত্মকর্মীরা তাদের নিজ নিজ সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় মহাপরিচালক আরো বলেন প্রশিক্ষিত যুবকদের ব্যাংক ঋণ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নরনারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে। তিনি বলেন ১৯৮১ সাল থেকে যুব উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৬৪ লক্ষ যুবক-যুবতিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ২৬ লক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। প্রশিক্ষণে ৮৩ টি ট্রেড রয়েছে এর মাধ্যমে প্রতিবছর তিন লক্ষ বিশ হাজার প্রশিক্ষণ আর থেকে প্রশিক্ষণ হয় হয়। তবে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রের অভাব আছে বলে তিনি মনে করছেন। তিনি বলেন নতুনভাবে টেকা প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল ট্রেনিং দেয়া হবে। একসঙ্গে ৪০ জনের প্রশিক্ষণ নিতে পারবে। একটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে একটি ভ্রাম্যমাণ গাড়িতে এই প্রশিক্ষণ দেয়া হবে। মানিকগঞ্জ জেলার বিভিন্ন সংগঠন, আত্মকর্মী, উদ্যোক্তা মিলে শতাধিক প্রশিক্ষনার্থী মতবিনিময় সভায় অংশ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com