জামালপুরের মেলান্দহের বহুল আলোচিত সুরুজ(৭০) হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ৩২ বছর যাবৎ পলাতক থাকাবস্থায় ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী কোনামালঞ্চ গ্রামের শুকুর আলীর ছেলে আজিজুল হক(৬৫)। র্যাব সূত্রে জানায়-১৯৯০ সালের ১৬ অক্টোবর বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাবেদ আলী ওরফে জাবেদ কসাই এবং প্রতিবেশি সুরুজ আলীর মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আজিজুল হকের লাঠির আঘাতে কোনামালঞ্চ গ্রামের সবদুল সুতারের ছেলে সুরুজ মারা যায়। নিহতের শ্যালক কবজ আলীর ছেলে শাহাআলী বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা (নং২(১০)/৯০)। ১৯৯৫ সালে মামলায় যাবজ্জীবন দন্ডিত হয়। টানা ২৭ বছর পর গ্রেপ্তারকৃত আজিজুল হককে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়।