বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা খালেদা খানম ইন্তেকাল করেছে। গত শনিবার রাতে ঢাকাস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পরিবার-পরিজনসহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা খালেদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।