সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

মহালছড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা সংযুক্ত কর্মকর্তা, কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি চলছে

দীপক সেন মহালছড়ি :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

অধিদপ্তরসহ সারাদেশের সকল উপজেলা সমূহে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরাধিন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি চলছে। দাবীগুলো হলো ১) দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, ২) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, ৩) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, ৪) সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, ৫) দুযোর্গ ব্যবস্থপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ। এসব দাবী আদায়ের লক্ষ্যে নির্ধারিত চলমান কেন্দ্রীয় কর্মসূচী ও পরিকল্পনার ব্যপারে সংগঠনের পরবর্তী কর্মসূচী অনুসরণ করা হবে বলে মহালছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com