দেশে এখনো যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, গমের সমস্যা হবে না, গম আসছে। জেলা পর্যায়ে ১ অক্টোবর থেকে প্রতি ডিলারকে এক টন করে এটি দেয়া শুরু করব। এটা প্যাকেটজাত করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছি। সাধন চন্দ্র বলেন, বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। এছাড়া দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে বলেও জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বাজারে যারা মিনিকেট নামে চাল বাজার জাতকরণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করা হচ্ছে। প্যাকেটের গায়ে ধানের জাতের নাম লিখতে হবে। একই সাথে চাল বেশি পলিশ করা যাবে না।