বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে আগাম জাতের আনারসের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা ধনবাড়ীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শেরপুরে কানাডা প্রবাসীর জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন কালিয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি মেলা বাকাল মোহাম্মাদিয়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান বদলগাছীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম নগরকান্দায় সামাজিক সম্প্রীতি সমাবেশ গরমে স্বস্তি দিতে বাগেরহাটে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ বন্দরে যত্রতত্র পার্কিং,জ্যামে নাকাল জনজীবন, মারাত্মক দুর্ঘটনার আশংকা রায়গঞ্জে চার জয়িতার সাফল্য গাঁথা

ঘোরের মধ্যে ছিলাম: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

‘এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয়। অনেক কিছুই বলতে ইচ্ছে হয় কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারি না। এ সিনেমার চরিত্রে সবাই দারুণ অভিনয় করেছেন। প্রতিটি দৃশ্য দেখে আমাকে কাঁদতে হয়েছে, যা দেখে দর্শকও কাঁদবে। সিনেমাটিতে কাজ করে ঘোরের মধ্যে ছিলাম।’
কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, শুধু অভিনয় করিনি চরিত্রের সঙ্গে মিশে ছিলাম। কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবে।
মাহি বলেন, সবাইকে অনুরোধ করব সিনেমাটি দেখার জন্য। ভালোবাসা কী এ সিনেমা দেখলে বোঝা যাবে। মানিক স্যারের সঙ্গে কাজ করে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয় করে সত্যি তৃপ্তি পেয়েছি। অনেক দিন পর দর্শক আমার ভালো একটি সিনেমা উপভোগ করবেন। ‘১০ বছরের ক্যারিয়ারে কখনো এত মজা করে শুটিং করিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘যাও পাখি বলো তারে’ আমার সেরা সিনেমা। যারা ভালোবাসতে ভুলে গেছে তারা এটি দেখলে নতুন করে ভালোবাসবে। প্রতিটি মানুষের জীবনে মজনু (আদর আজাদ) আছে।’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রচারণায় সক্রিয় সিনেমার টিম। এ উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) এফডিসিতে জমকালো এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী, অন্যান্য কলাকুশলীরা ও চলচ্চিত্রের ব্যক্তিরা।
‘এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয়। অনেক কিছুই বলতে ইচ্ছে হয় কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারি না। এ সিনেমার চরিত্রে সবাই দারুণ অভিনয় করেছেন ত্রিভুজ প্রেমের গল্পে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। রোমান্টিক গল্পের সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধেছেন আদর আজাদ ও মাহিয়া মাহি, সঙ্গে রয়েছেন শিপন মিত্র।
এ বিষয়ে আদর আজাদ বলেন, গ্রাম বাংলার মিষ্টি প্রেমের একটা সম্পর্কের গল্প ‘যাও পাখি বলো তারে’ সিনেমা। এর গানগুলো সবার মন ছুঁয়ে যাবে। গল্প এবং মানিক স্যারের মেকিং মন ভরাবে সবাইকে। আমরা সবাই মজা করে সিনেমাটির শুটিং করেছি। ‘আবার ইমোশনাল দৃশ্যগুলোতে কাজ করতে গিয়েই নিজেরা কেঁদে ফেলেছি। বর্তমান সময়ে সিনেমার যে জোয়ার তাকে আরও বেগবান করবে বলে আমাদের প্রত্যাশা। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন, এই অনুরোধ রইল।’ শিপন মিত্র বলেন, সিনেমায় আমার চরিত্রটি একটু ভিন্ন। গল্পটা শুনে খুব পছন্দ হওয়াতে কাজটি করি। এতে আমাদের আশপাশের গল্প বলা হয়েছে। সিনেমায় গ্রামের মাটির গন্ধ পাবে। দর্শকের উপভোগ করার মতো একটি সিনেমা হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার অনুরোধ রইল।
সিনেমার গল্প প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমি অনেক সিনেমা বানিয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে নিঃসন্দেহে বলতে চাই, আমি সবচেয়ে তৃপ্তি পেয়েছি এই সিনেমা বানিয়ে। এখানে সবাই ভালো কাজ করেছেন। সিনেমাটি আপনারা দেখবেন। কেমন লেগেছে জানাবেন।
‘এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয়। অনেক কিছুই বলতে ইচ্ছে হয় কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারি না। এ সিনেমার চরিত্রে সবাই দারুণ অভিনয় করেছেন এর আগে প্রকাশ পায় সিনেমাটির প্রথম পোস্টার। সিনেমার নামের মতো এর প্রথম পোস্টারে রয়েছে না পাওয়ার গল্প। সাদা শুভ্র জমিনের ওপর কালোর ছায়া। এর মাঝেই সিনেমার প্রধান চার চরিত্র আদর আজাদ, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু ও শিপন মিত্রের ছবি। তাদের প্রত্যেকের চেহারায় বেদনার ছাপ। হয়তো তারা বলতে চাইছেন- এমনতো হওয়ার কথা ছিল না! নান্দনিক এ পোস্টারটি প্রকাশের পর বিভিন্ন মহলে প্রশংসিত হয়। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।
জাহিদ হাসান অভির ‘দ্য অভি কথা’ চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com