মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

আঁখির সাফল্যে উচ্ছসিত শাহজাদপুরবাসী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সাফ জয়ী তারকা ফুটবলার আঁখি খাতুন শাহজাদপুরের অহংকার। হিমালয় কন্যা খ্যাত নেপালের কাঠমান্ডু দশরথ ষ্টেডিয়ামে এশিয়ার দূরন্ত ফুটবল টিম হিমালয়কন্যাদের হারিয়ে যখন বাংলাদেশ ফুটবল চুড়ায় তখন ১৪৪ ধারার একটি মামলার নোটিশ নিয়ে আঁখির বাড়িতে শাহজাদপুর থানা পুলিশ। গত বুধবার বিকালে শাহজাদপুর থানা পুলিশের এএসআই মামুনুর রশীদ আঁখিদের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে আঁখির বাবা আকতার হোসেনের বাড়িতে যায়। পৌরসভার দাবারিয়া গ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃতি ফুটবলার আঁখিকে ৮শতাংশ সরকারি খাষ জায়গা দেওয়া হয়। এই জায়গার মালিকানা দাবী ও দখলমুক্ত রাখার অসৎ উদ্দেশ্যে জারীকৃত ১৪৪ধারার আদালতের নোটিশ আঁখির সাফ জয়ের কৃতিত্বে তার পরিবার যে আনন্দে ভাসছিল তা অনেকটাই ম্লান করে দিয়েছে। আঁখির বাবা আকতার হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান, বাড়ীতে অহেতুক পুলিশ আসায় ও নোটিশ পেয়ে অনেক কষ্ট পেয়েছি। তিনি বলেন, নোটিশ নিয়ে আসা এএসআই মামুনুর রশীদ আমার সাথে দূর্ব্যবহার করে। এ বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দাবারিয়া গ্রামের মোকাররম হোসেন নামের এক ব্যক্তি আঁখিকে দেয়া ওই সরকারি জায়গার মালিকানা দাবী করে আদালতে মামলা দায়ের করে। এবিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ দলের রক্ষণভাগের অন্যতম নারী ফুটবলার আঁখিকে প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা পরিষদ নিকটবর্তী দাবারিয়া গ্রামে যে ৮শতাংশ ভূমি আঁখির বাড়ী করার জন্য দেওয়া হয়েছে ওই জায়গার উপরে অসৎ উদ্দেশ্যে আদালতে একটি মামলা হয়। পুলিশ ১৪৪ধারার একটি নোটিশ নিয়ে তাদের পাড়কোলার বাড়ীতে যায় । নোটিশটি আঁখির নিজ নামে হওয়ায় তার বাবা মা নোটিশ নিতে অপারগতা প্রকাশ করে। এএসসআই মামুনুর রশীদ আঁখির বাবা মা’র সংগে এমন অসৌজন্যমূলক আচরণের মৌখিক অভিযোগ পেয়ে আঁখির বাবা মাকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেই। এব্যাপারে এএসপি শাহজাদপুর সার্কেল হাসিবুল ইসলাম বলেন, অশোভন আচরণের খবরটি মিডিয়ায় শুনে আমি আঁখির বাবা মাকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। এদিকে এই ১৪৪ধারার নোটিশটি যখন আঁখির বাড়ীতে দেয়া হয় ঠিক সেই মূহূর্তে সাফ জয়ী আঁখি ও তার দলকে ঢাকায় বাঁধভাঙ্গা সংবর্ধনা দেওয়া হচ্ছিল। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, এএসপি সার্কেল হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা আঁখির পৌরসভার পাড়কোলার বাড়ীতে গিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশীপ অর্জনে আঁখির অসামান্য অবদানের জন্য আঁখির বাড়িতে গিয়ে তার বাবা মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শাহজাদপুরের কৃতি ফুটবলার উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, আঁখি শাহজাদপুরে এলে তাকে বীরোচিত সংবর্ধনা দেয়া হবে। পাড়কোলা গ্রামে তাঁত শ্রমিকের ঘরে জন্ম নেওয়া এক কিশোরীর নাম আঁখি এখন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারের একজন। শৈশব থেকেই স্বপ্ন ছিল ফুটবলার হবে আঁখি। তার শৈশব কেটেছে দূরন্তপনায়। প্রতিবেশী আর স্বজনদের বাঁকা কথা উপেক্ষা করে ফুটবল খেলে কুড়িয়ে আনছে দেশের জন্য একর পর এক সুনাম। নিজের অদম্য চেষ্টায় কিশোরী এই ফুটবলার নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। সেই ম্যাচের প্রথম দুটি গোলই করেছিল আঁখি। অথচ সে ছিল রক্ষণভাগের খেলোয়ার। আঁখি খাতুনের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তার ভূমিকা ডিফেন্ডারে খেলা। লম্বা এই ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি। এরিয়ায় ঢোকার ক্ষমতা খুব কম ফরওযার্ডের আছে। সেই সাথে ওভারল্যাপ করে গোলও আদায় করতে পাওে আঁখি খাতুন। সিরাজগঞ্জের শাহজাদপুরের পাড়খোলা গ্রাম। শহর থেকে ২ কিলোমিটার দূরে তাদের বাড়ি। বাবা আকতার হোসেন। ছোট একটি টিনের ঘরে বসতি আঁখির পরিবারের। বাবার সংসারের চাকা ঘোরে তাঁত বুনে। যা থেকে প্রতিদিনের খাবার যোগানোই দুঃসাধ্য ছিল। স্কুল শিক্ষক মনসুর রহমানের উৎসাহে এবং প্রশিক্ষণে আঁখি একজন দক্ষ ফুটবল খেলোয়ার হিসাবে গড়ে উঠে। কারণ সবার আগে তিনিই বুঝতে পেরেছিলেন এই মেয়ে একদিন ফুটবল খেলে অনেকদূর যাবে। বাড়ির পাশে মনসুর আহমেদ স্যারের অধীনে নিয়মিত অনুশীলন করেছে আঁখি। ২০১৪ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের মধ্যদিয়ে আঁখির উঠে আসা। শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের হয়ে খেলেন আঁখি। খেলায় রাজশাহী বিভাগীয় পর্যায় পর্যন্ত উঠেছিল স্কুলটি। এরপর ২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক আসে তার। এর আগে তাজিকিস্থানে এএফসি অনুর্ধ-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম খেলে আঁখি। অনূর্ধ্ব-১৫ সাফ ছিল তার দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট। পাড়াগাঁয়ের মেয়েটি চড়াই-উৎরাই পেরিয়ে পেয়েছে সফলতা। আঁখি দেশে কাছে এক আদর্শের নাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com