সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

লামায় নগদ অর্থ বিতরণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

তৈয়ব আলী (লামা) বান্দরবান :
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবানের লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুফলভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নগদ অর্থ প্রদানকালে এক জনসভা বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, জীবিকায়ন সুফলভোগীদের মাঝে আয়বৃদ্ধি মূলক কাজের অনুকূলে লামা উপজেলার সদর ইউনিয়নের ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়। বিশাল মতবিনিময় সভা ও উন্নয়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম চৌধুরী। এসময় আরো উপস্থিত আছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, পরিচালক (সিডি বিভাগ) মোঃ বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা, বান্দরবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার সহ প্রমূখ। এসময় পার্বত্য মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত লামা মার্কার মসজিদ কমপ্লেক্স ভবন, লামা উপজেলায় মডার্ণ হাই স্কুলের ছাত্রাবাস ভবন, ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্লাব ঘর, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তার শুভ উদ্বোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com