আমাদের সবার পক্ষে মহৎ কাজ করা সম্ভব হয়না। তবে চাইলেই মহৎ ভালোবাসা দিয়ে আমরা ছোট ছোট কাজ করতে পারি। নিজের ধনসম্পদ না থাকলেও শুধু ইচ্ছা শক্তি দিয়েও মানুষের সেবা করা যায়। তার অনন্য উদাহরণ হলো নরসিংদী মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের ব্রাক্ষ্মন হাটা গ্রামের মৃত. জহির উদ্দিনের ছেলে গেতাশিয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সামসুল আলম। গত ২০১৯ সাল থেকে আনসার বাহিনীর অর্পিত দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করেছেন। এ সকল কাজের মধ্যে অসহায় আনসার সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহন, মানুষের চলাচলের রাস্তায় দুর্ঘটনা রোধকল্পে আগাছা পরিস্কার, মৎস চাষে নিজ উদ্যোগে পুকুরের আগাছা পরিস্কার, আনসার ও ভিডিপি সদস্যের পাট প্রক্রিয়াকরণ কাজে সহযোগিতা করা, অসহায় কৃষকদের জমিতে আমন ধানের চারা রোপন কাজে সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষা কাজে অংশগ্রহণ, করোনাকালীন জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণ করার পাশাপাশি বাল্যবিবাহ রোধ, যৌতুক বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সামাজিক জনকল্যাণমুখী কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন। তাছাড়া আনসার সদর দপ্তর কর্তৃক জারীকৃত বিভিন্ন নির্দেশনা জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে পালন করে আসছেন। এসকল স্বেচ্ছাশ্রম ও মানবিকতার কাজের জন্য সামসুল আলম এলাকায় বেশ পরিচিত ও সুনাম কুড়িয়েছেন।