ময়মনসিংহের ত্রিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা,অসহনীয় লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ত্রিশাল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ দরিরামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সস্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রিন্স তার বক্তব্য তিনি বলেন দ্রুত খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপি নেতাদের ওপর বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহার, জেলে আটকদের নেতাদের মুক্তির আহ্বান জানান। এ আহ্বানে সাড়া না দিলে কঠোর আন্দোলনে কর্মসূচি ঘোষণা করা বলে তিনি বর্তমান সরকারকে সর্তক করে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। লিটন তার বক্তব্য বলেন বতর্মান এই অবইধ?্য সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে না, বেকারদের কাজ দিতে পারে না, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ দিতে পারে না, নতুন বিদ্যুৎ সংযোগ দিতে পারে না। তাই দেশে দুর্নীতি বাড়ছে। ব্যহত হচ্ছে উৎপাদন। আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যার সৃষ্টি করছে। এসব কিছুর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববি, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের সভাপতিত্বে, সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দেওয়ান, সাধারণ সস্পাদক শেখ মোশাররফ হোসেন মিলন প্রমুখ।