গজারিয়া উপজেলায় গজারিয়া প্রেসক্লাবের নির্বাচিত সদস্যদের উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধা ভবনস্থ গজারিয়া প্রেসক্লাব এর কার্যালয়ে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর ইসলাম চৌধুরী উপস্থিত থেকে কমিটির ১৭ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী। গজারিয়া প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান খাঁন, বীর মুক্তিযোদ্ধা সিকান্দার আলী আরও উপস্থিত ছিলেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাঈদ মোহাম্মদ লিটন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু, বালুয়াকান্দী ইউঃপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, সাবেক হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান খাঁন, মোস্তফা সারওয়ার বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রমুখ। অনুষ্ঠানে গজারিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মুকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, নির্বাহী সদস্য এস এম নাসির উদ্দীন বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম ও বিশেষ অতিথি জিয়াউর ইসলাম চৌধুরীর হাতে উপহার তুলে দেন প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যবৃন্দ। শপথ অনুষ্ঠান শেষে দেশের বরেণ্য শিল্প গোষ্ঠীর মনোমুগ্ধকর গানে অতিথিদেরকে মুগ্ধ করা হয়।