শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

জামালপুরে চলাচলের রাস্তায় ঘর!

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

জামালপুরে আটটি পরিবারের চলাচলের রাস্তায় খুটি পুতে ও ঘর তুলেপ্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারেজামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। এলাকাবাসী জানায়, জামালপুর সদর উপজেলার ঝাউলা শানখোলা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসা আটটি পরিবারের যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকরেছে তাদের প্রতিবেশী মৃত বাহেজ আলীর ছেলে ট্রাক চালক মো: রাজ মাহমুদ(৫৫) ভূক্তভোগী পরিবারের সদস্য সুলতান আহমেদ, শিবলী সাদিক, সাইফুল ইসলাম জানান, ৫০ বছর ধরে তারা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর বুধবার বিকেলে হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে খুটি পুতে, গাছ রোপনকরে ও ঘর তুলে ওই রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবেশী মো: রাজ মাহমুদ ও তার পরিবার। এতে করে যানবাহন ও অন্যান্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাতায়াত করতে পারছে না ওই পরিবারের সদস্যরা এছাড়াও বিভিন্নভাবে তারা হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে। তবে প্রতিবেশী মো: রাজ মাহমুদ রাস্তায় প্রতিবন্ধকতার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের এএসআই মো: আনোয়ার জানান,ভূক্তভোগী পরিবারের পক্ষে মো: আব্দুল ওয়াহাব(৬২) জামালপুর সদর থানায়একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগতব্যাবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com