নেত্রকোনা বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম চন্দু, তিনি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নির্বাচিত হয়েছিলেন। ছাত্র-রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন যে কারনে মানুষ থাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। বিগত সংসদ নির্বাচনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বলিষ্ট ভূমিকা রাখেন। আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথের সামনের সারিতে থেকে শেখ হাসিনার একজন বিশ^স্থ লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও বিভিন্ন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি সামাজিক কর্মকান্ডের পাশাপাশি প্রতিটি দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থ লোকজনের পাশে থেকে মানবিকতার হাত বাড়িয়ে দেন। শফিকুল ইসলাম চন্দু বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি বাল্যকাল থেকেই দেখেছি, আমার পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সাহসী কন্যা শেখ হাসিনার আহবানে প্রতিটি আন্দোলন সংগ্রামকে সমর্থন করে আসছে। তারই ধারাবাহিকতায় ছাত্র জীবন থেকেই আমি ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে। দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে, আমি সফলতার সাথে সেই দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। দলের নেতাকর্মীদের আগ্রহে ও তাদের উৎসাহ, অনুপ্রেরণায় আমি বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। দলের নেতৃবৃন্দ যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন, তাহলে আমি আমার মেধা, মননশীলতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আওয়ামীলীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে অধিকতর শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাবো।