বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

আমার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করায় সকলকে ধন্যবাদ: বুবলী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২

শুক্রবার সকালে শাকিব খান ও শবনম বুবলীর আড়াই বছর বয়সী সন্তান শেহজাদ খানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। ফেসবুকে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনে তাদের সন্তানের খবরটি প্রকাশ্যে আনেন। দেশের শোবিজ অঙ্গন থেকে সারা দুনিয়া এই খবরে মেতে থাকলেও বুবলী ও শাকিব নিজেদের মতো কাজ করে গেছেন। করেছেন শুটিং। ব্যস্ততা শেষে বুবলী আজ রোববার তার ফেসবুকে ছেলের জন্য দোয়া চেয়েছেন। রবিবার দুপুরে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করায় সকলকে ধন্যবাদ। তার জন্য আপনারা সকলে দোয়া করবেন।’
গত মঙ্গলবার রাতে বুবলী বলেছিলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’ তিনি আরো বলেন, ‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। ’
মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন। পরে এর সত্যতা জানা যায়। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com