শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

রংপুরে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা শুরু

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২

বিভাগীয় শহর রংপুরকে অর্থনৈতিকভাব এগিয়ে নিতে বর্ণিল আয়োজনে পর্দা উঠলো রংপুর শিল্প ও বাণিজ্য মেলার। শনিবার সকালে বেলুন ও পায়রা এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ।সাংবাদিকদের তিনি বলেন, সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ও অর্থনীতির দ্রুত বিকাশে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় এক সঙ্গে একদরসহ অনেক দোকানে দামাদামি করা যায় যা মিশ্র ক্রেতাদের জন্য উপযোগী। বাণিজ্য মেলা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মেট্রো চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক রেজাউল করিম মিলন বলেন, মেলায় ১২০ টি স্টল রয়েছে। ব্যবসায়ীদের নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসছে । নতুন নতুন পণ্যের বাজার সৃষ্টি হচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এফবিসিসিআই প্রেসিডেন্ট এবং রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, মেলা উপ কমিটির আহবায়ক মোঃ আতিক উল্লাহ আতিক, সহ-সভাপতি আলী আহমেদ চান্দ, পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, আইযূব আলী, সৈয়দ শাহ নেওয়াজ আলী, সালাউদ্দিন মোস্তফা জামাল, আকতারুজ্জামান মওলা, রুবায়েত হোসেন খান, এ স এম রুবাইয়াত ফারমান, ডিজেল আহমেদ, গোলাম মোর্শেদ, শাহনাজ বেগম প্রমুখ। নগরীর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে মাস ব্যাপি এই শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com