ফটিকছড়িতে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে জায়গা ও নাল জমির মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে।উপজেলার প্রেমপুর মৌজা ও ধর্মপুর মৌজার নাল জমি ও বাড়ি ভিটার ভাগ ভাটোয়ারা নিয়ে এডভোকেট মোহাম্মদ আজিজুল হক ও মোহাম্মদ হোসাইন গং এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েকবার সালিশী বৈঠক হলেও মোহাম্মদ হোসাইন গং এর অসহযোগীতার কারনে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এডভোকেট মোহাম্মদ আজিজুল হক বাদী হইয়া ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে বিভাগ মোকদ্দমা ১৩৭/২০২১ইং দায়ের করেন।উক্ত বিভাগ মোকদ্দমা ১৩৭/২০২১ইং বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের ১৫ ডিসেম্বর বাদী বিবাদী উভয় পক্ষকে নালিশী জায়গা হস্তান্তর না করার জন্য স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে আদালত। কিন্তু মোহাম্মদ হোসাইন গং বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রেমপুর মৌজার নালিশী সম্পত্তি হইতে ২.১০ একর সম্পত্তি জনৈক আবুল কাসেম প্রকাশ আনুর নিকট দলিল মূলে হস্তান্তর করলে এবং প্রেমপুর মৌজার বি এস ১৪৪৯, ১৪৫১, ১৪৫৩, ১৪৫৪, ১৩৮৯, ১৩৫৮, ১৩৭৬, ১৩৬০, ১৩৮২, ১৩৮৭, ১৪৬৫ নং খতিয়ানের নাল জমির মাটি ব্রিক ফিল্ড কোম্পানির নিকট বিক্রি করে দিলে এডভোকেট মোহাম্মদ আজিজুল হক প্রার্থীক হইয়া পুনরায় মোহাম্মদ হোসাইন গংদের বিরুদ্ধে ভায়োলেশন মিচ মোকাদ্দমা ২৬/২০২২ ইং দায়ের করেন। মোহাম্মদ হোসাইন গং মামলা চলমান অবস্থায় নালিশী আর এস ১৯৭ নং খতিয়ানের আর এস ১৬০৪ দাগ সামিল বি এস ১০২ নং খতিয়ানের বি এস ১৩৭৬ দাগের ১৩ শতক নাল জমির মাটি ব্রিক ফিল্ড কোম্পানির নিকট বিক্রি করায় ফসলি জমির ব্যপক ক্ষতি হচ্ছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য বজল আহমদ বলেন, বাদী বিবাদী বিরোধ নিস্পত্তির জন্য কয়েকবার সালিশী বৈঠক হলেও মোহাম্মদ হোসাইন গং এর অসহযোগীতার কারনে বিরোধ নিস্পত্তি সম্ভব হয়নি।