শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

৬ জানুয়ারি মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা আগামী বছরের ৬ জানুয়ারি দেশে-বিদেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক। এটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব। গত সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ‘মিশন এক্সট্রিম’র পরিচালক সানী সানোয়ার ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির এ ঘোষণা দেন। এর আগে ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে চলতি বছরের অক্টোবরে মুক্তির তারিখ জানানো হয়েছিল। তবে আজ সন্ধ্যায় সানী সানোয়ার পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করে লিখেন, ৬ জানুয়ারি ২০২৩, ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ শুভমুক্তি। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এর আগে সানী বলেছিলেন, ‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।’ ‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ।
কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com