সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

দুর্গাপুরে দশ টাকার বিনিময়ে বই বিক্রি শুরু

নেত্রকোনার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে, জলসিঁড়ি পাঠাগারে মাদকবিরোধী ক্যাম্পেইন, দশ টাকার বিনিময়ে বই বিক্রি ও শরৎকালীন পাঠসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নানা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় সংস্কৃতিজন স্বপন সান্যালের সভাপতিত্বে ‘‘মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের ভূমিকা’’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারি পরিচালক হায়দার রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হক বাচ্চু, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আনন্দমোহন কলেজের প্রভাষক মুর্শিদা আক্তার মিতি, গবেষক আলী আহম্মদ খান আইয়োব, আদিবাসী নেত্রী রাখী দ্রং প্রমুখ। বাচিকশিল্পী হাসান আরিফ, কবি আব্দুল্লাহ আল মামুন ও সংস্কৃতিজন প্রভাষক নুর আলম সিদ্দিক স্মরণে ১মি. নীরবতা পালন শেষে ‘‘বঙ্গবন্ধুর বই পড়ি-আদর্শ জীবন গড়ি’’ শীর্ষক প্রতিযোগিতায় জাতীয় প্রন্থকেন্দ্র প্রদত্ত জলসিঁড়ি পাঠাগারের শিশু পাঠকদের অর্জিত সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় এছাড়া শিক্ষার্থীদের মাঝে পাঠের অভ্যাস গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষে ডাঃ লুৎফর রহমানের উন্নত জীবন, ব্রায়ান ট্রেসির টাইম ম্যানেজমেন্ট, নেপোলিয়ান হিলের রোড টু সাকসেস সহ এমন বই গুলো ১০ টাকার বিনিময়ে বিক্রির কার্যক্রম শুরু করেন জলসিঁড়ি পাঠাগার। এ নিয়ে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, প্রায় ১শত টাকা ভুর্তকী দিয়ে দশ টাকায় প্রতিটি বই প্রদান করছি। আমরা চাই শিশু কিশোররা সহজমূল্যে এ সকল বই গুলো ক্রয় করুক। তারা সম্মানবোধ করুক, দানে নয়, বইটি তারা কিনে এনেছে। তবু বই কেনার অভ্যাস বাড়ুক। দশ টাকায় বই বিমিময় কর্মসূচি আরো বৃদ্ধি করতে দেশের বিত্তবানদের যুক্ত হবার আহবান করেন জলসিঁড়ি পাঠাগার কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com