ডিজিটাল বাংলাদেশে সকল শিশুদের জন্ম মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে, জন্ম নিবন্ধন করুন। সঠিক জন্ম তারিখ নিয়ে নিরাপত্তা ও সহায়তার সাথে বড় হতে দাও, যাহাতে ভবিষ্যৎ জীবনে রাষ্ট্রীয় অধিকার সহ বিশ্ব পরিক্রমায়, সঠিক জন্ম নিবন্ধন করা সকল নাগরিকদের মাঝে সচেতনার লক্ষ্যে গতকাল বেলা তিনটায় উপজেলা প্রশাসনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার,স্বাস্থ্য বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার পল্লী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, ইমাম সুপারসহ, বিভিন্ন ইউপি সচিব অংশ নেয়।