বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহতের ঘটনায় ৮ জন আটক

মঞ্জুরুল হক ঝিনাইগাতী :
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইমান আলী ওরফে ফেকাসু(৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামে এ ঘটনা ঘটে। ইমান আলী ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪নারীসহ ৮ জনকে আটক করে আদালতে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাংশা বাজারের জমির মালিকানা বিষয়ে একই গ্রামের আঃ জুব্বার ও খলিলুর রহমান গংদের সাথে ইমান আলীর বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছিলো। এ বিষয়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকার দিকে ইমান আলী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মেয়ে জামাই বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে জুব্বার ও খলিলুর রহমানগংরা রাস্তা বেড়িকেট দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তারা ইমান আলীর একটি পা দেহ থেকে আলাদা করে ফেলে। আহত হয় ইমান আলীর ভাই আঃ লতিফ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৪ নারীসহ ৮ জনকে আটক করে। ইতিমধ্যে সিনিয়র সহকারি পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জনকে ধরতে সমর্থ হয়েছি এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com