গজারিয়া উপজেলা ১নং হোসেন্দী ইউনিয়নে উপনির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার। সোমবার সকাল ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন গজারিয়া নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো লিটন মিয়া। গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ মাহবুব আলম, মো.শাহাপরান ও মো.রিয়াদ হোসেন দাউদ। উল্লেখ্য, গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ছিল হাজী আক্তার হোসেন। চলতি বছরের ২৭ মে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গেল ৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্যপদ পূরণের জন্য নির্বাচন কমিশন আগামী ০২ নভেম্বর এই পদের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। হোসেন্দী ইউপির উপনির্বাচনটিও ইভিএমে হবে।