বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

কে যেন আমার প্রোফাইলে লগইন করেছিল: মাহি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২

চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক আইডি থেকে রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আমরা আর একসাথে নাইব!’ তার এমন পোস্টের পর রহস্য ছড়িয়ে পড়ে। জল্পনা শুরু হয়- তাহলে কি আবারও বিয়েবিচ্ছেদ হলো মাহিয়া মাহির? কেউ কেউ আবার জানতে চান, এ নায়িকার আইডি হ্যাক হলো কি না? ফেসবুকে হঠাৎ এমন পোস্ট দেওয়ার বিষয়ে মুঠোফোনে মাহির সঙ্গে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।
তবে পোস্ট দেওয়ার আধাঘণ্টা পরই তা ডিলেট করে দেন মাহিয়া মাহি। রাত ১০টার দিকে আবারও ফেসবুকে ওই আইডি থেকে আরেকটি পোস্ট দেন ঢাকাই সিনেমার এ নায়িকা।
সেখানে মাহিয়া মাহি লেখেন, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কি ভয়ানক!’তার এ পোস্টের নিচে অনেকে তাকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। তার উত্তরও দিয়েছেন মাহি। ভক্তদের পরামর্শের মন্তব্যের জবাবে মাহি লেখেন, ‘অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। আল্লাহ বাঁচাইছে!’ আলমগীর কবির নামে একজন মন্তব্য করেছেন, ‘যতক্ষণ মানুষ সতর্ক, ততক্ষণ মানুষ নিরাপদ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com