১২ অক্টেবর বুধবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে লালবাগ গোরস্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ লায়ন শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক লায়ন সাইদুর রহমান মন্ডল, লায়ন মোকারম হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর অফিসের এও আব্দুস সবুর সরকার। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া গাছ বিপদের বন্ধু হিসেবে মানুষের উপকার করে। প্রত্যেক মানুষের বাড়ির আশপাশ ফাঁকা জায়গায় বৃক্ষরোপন করা প্রয়োজন। লায়ন্স ক্লাব অব দিনাজপুর লায়ন্স সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৫০টি বনোজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করে।