সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

মুজিববর্ষে নিজ উদ্যোগে হাজারো গাছ লাগিয়েছেন অধ্যক্ষ আরিফ

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেনতা সৃষ্টি, লিফলেট বিতরন, মাক্স বিতরন ও জীবানুনাশক ছিটানোসহ সকল জনসাধারনের পাশে রয়েছেন একজন সফল মানুষ। শুধু তাই নয়; মুজিববর্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছেন তিনি। এছাড়া ওই মানুষটি দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন দল মত নির্বেশেষে সকল জনসাধানের জন্য। শুধু দিনে নয়; রাতের অন্ধকারেও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী বিতরন করছেন। সফল ওই মানুষটি হলেন রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান। জানা যায়, আরিফুর রহমান রাইগাঁ ইউনিয়নের বহুতি কবরস্থান, বহুতি জামে মসজিদ, শহরাই কবরস্থান, রাইগাঁ পূর্বপাড়া কবরস্থান, কানচকুড়ি মন্দির, কৃষনপুর, দাউল রাস্তা, মহেশপুর, হরিপুর জামে মসজিদ, হরিপুর, মহেশপুর, নৈখট্টি রাস্তা, সিলিমপুর শ্বশ্মান, ভবানীনগর জামে মসজিদ, বিরমগ্রাম জামে মসজিদ, দুজাটিয়া মসজিদ, বিরমগ্রাম মন্দির, বোয়লমারি মসজিদ, বোয়ালমারি মন্দির, বিড়মগ্রাম-খলিসাকুড়ি-বোয়ালমাড়ি রাস্তা, বিড়মগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করেছেন। এ সময় তাকে সার্বিকভাবে সহযোগীতা করেন রাইগাঁ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেফজুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, সাদেক হোসেন, যুবলীগ নেতা আবু হাসান, মোনায়েম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে চলতি আগষ্ট মাসের ১১ তারিখ থেকে রাইগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিজ উদ্যোগে গ্রহন করেছি। সমাজে তিনি সব সময় ভালো কাজ করে থাকেন। আর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। গাছ সকলের বন্ধু। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত ভাবে ইতোমধ্যে সাড়ে ৪ হাজার গাছ রোপন করেছেন। তিনি এ ধারা অব্যাহত রাখবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com