শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা মাতৃত্বকালীন প্রাতিষ্ঠানিক সেবা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আট ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টাই মাতৃত্বকালীন প্রাতিষ্ঠানিক সেবা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আয়োজিত পরিবার পরিকল্পনা অধিদফতরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ৫০০টি কেন্দ্র উদ্বোধন করেন এবং একই মঞ্চে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। জাহিদ মালেক বলেন, দেশ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে। করোনা মোকাবেলার ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে। টিকাদানে বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল। বাংলাদেশ এমডিজি গোল অর্জন করে বিশ্বে পুরস্কৃত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার এই একটি ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় পেছনে আছে। এবার এটিতে আমরা লক্ষ্য অর্জন করবো। এজন্য দেশের ৩ হাজার ৩৬৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্য থেকে প্রথমে ৫০০টি কেন্দ্রকে মডেল ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হলো। পরবর্তী ধাপে আরো ৫০০টি কেন্দ্রকে মডেল কেন্দ্র হিসেবে ঘোষণা করা হবে।
জাহিদ মালেক জানান, এই ৫০০টি মডেল কেন্দ্রে এখন থেকে প্রসূতি মায়েদের জন্য আট ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা দেয়া হবে। এটি শুরু করার ফলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা ৫০ ভাগ থেকে আরো বৃদ্ধি পেয়ে ৭০ ভাগ হবে এবং পর্যায়ক্রমে সেটিকে ৯০ থেকে ১০০ ভাগে তুলে আনা হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এ বি এম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক রাশেদা আকতার, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমিরুল মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com