নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সুনাম ধন্য সমবায় প্রতিষ্ঠান বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত। শনিবার ২৯শে অক্টোবর জাতীয় স্বর্ন পদক প্রাপ্ত ঐতিহ্যবাহি ব্যবসায়ী সংগঠন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে বসুরহাট পৌরসভার অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে আবদুল মতিন লিটন সভাপতি ও নিজাম উদ্দিন নিজাম সেক্রেটারি নির্বাচিত। একাধিকবার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন অনেকটা জাঁকজমকপূর্ণ আনন্দ গন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েকটি সেশনে নির্বাচন না হওয়ায় এবারের নির্বাচন নিয়ে সদস্য সহ ব্যবসায়ী মহলে আগ্রহ ও উচ্ছ্বাসের কমতি ছিল না। বিগত বসুরহাট পৌরসভার নির্বাচনে পৌরসভার বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা ব্যবসায়ীদের মাঝে ঘোষণা করে তিনি বলেছিলেন মেয়র নির্বাচিত হলে বসুরহাট বাজারের সকল সমিতিতে দল মত নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীক প্রতিনিধি নির্বাচিত করার ব্যবস্থা করা হবে। সেই সুবাধে নির্বাচন ও ভোটের মাঠে ভোটার ও প্রার্থীদের আস্থা ও উচ্ছ্বাস ছিল বেশ ভালো।কোম্পানীগঞ্জ উপজেলার সকল দল, মত, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ভোটারদের মাঝে এক আনন্দ গন পরিবেশ ছিল লক্ষ্যনিয় এবং ভোটের মাধ্যমে দল মত নিরপেক্ষতায় এক মিলন মেলাতে পরিনত হয় সর্বত্রই। কোম্পানীগঞ্জ সবচেয়ে প্রভাবশালী সমিতি বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি যা একাধিক বার জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়।একটি অরাজনৈতিক ব্যবসায়ীক সমবায় প্রতিষ্ঠান। কোম্পানীগঞ্জ সহ দেশ-বিদেশের সকলের নজর ছিলো ২৯ অক্টোবর সমিতির নির্বাচনকে ঘিরে।এই দিকে ভোটার সাধারণ জনগন ও ব্যবসায়ীদের জল্পনা কল্পনাও কমতি ছিল না। শনিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় বসুরহাট পৌরসভার অডিটোরিয়াম ভোট কেন্দ্রে। সভাপতি পদে নির্বাচিত হন আবদুল মতিন লিটন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নিজাম উদ্দিন নিজাম নির্বাচিত। সহ-সভাপতি পদে মোঃ ওমর ফারুক(বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী), এই ছাড়াও পরিচালক পদে ৯টি ওয়ার্ডে মধ্যে ৯জন নির্বাচিত হন তারা হলেন ১নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ২নং ওয়ার্ডে জামাল উদ্দিন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী),৩নং ওয়ার্ডে ইসমাঈল বাহার, ৪নং ওয়ার্ডে গোলাম ছরওয়ার,৫ নং ওয়ার্ডে রহিম উল্যা (বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী), ৬নং ওয়ার্ডে মোসলেহ উদ্দিন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী), ৭নং ওয়ার্ডে মোঃ জামসেদ, ৮নং ওয়ার্ডে মিজানুর রহমান মানিক, ৯নং ওয়ার্ডে মহিবুল হক নাহিদ নির্বাচিত হয়েছেন।