শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে বিএনপির খাদ্য সহায়তা

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

পিরোজপুরে অতির্বষণ ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিএনপির উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করনে কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আর সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হবে। দেশের এই মহামারিকালীন সময়েও ক্ষমতাশীল দলের নেতারা অসহায় মানুষদের ত্রাণ লুট করে নিচ্ছে। জেলার ৩ শত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমাগ্রী হিসেবে প্রতি প্যাকেটে চাল, ডাল ও তেল ও একটি মাস্ক দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com