গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসায় গত সোমবার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাথা ভাংগা মহিলা মাদ্রাসায় সভাপতি আলহাজ মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমামপুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, অনুষ্টানটি পরিচালনায় করেন অত্র মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলীমের।এসময় আরো উপস্থিত ছিলেন মো আজিজ মেম্বার, অভিভাবক ও শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি হাফিজ্জুজামান জিতু বলেন, “সুন্দর জীবন গঠনে ইসলামী দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই। মাদ্রাসার সুনাম রক্ষার্থে মেধার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল করার আহবান জানিয়ে তাদের জন্য মন খুলে দোয়া করেন অনুষ্টান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেন।