বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

নগরকান্দায় প্রিজাইডিং অফিসারদের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ শুন্য আসনে উপ-নির্বাচনের প্রিজাইডি অফিসারদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার মোঃ আলমগীর। সোমবার বিকালে উপজেলা হলরুমে রিটার্নিং অফিসার ২১২ ফরিদপুর-২ এর আয়োজনে, জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন  খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির, ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোস্তফা ফারুক, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ন -সচিব ফরহাদ আহম্মদ খান, পুলিশ সুপার মোঃ শাহজাহান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, ওসি তদন্ত বিকাশ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তালেবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও জনপ্রতিনিধি। মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ। আগামী ৫ নভেম্বর উপ-নির্বাচনে ১২৩ জন প্রিজাইডিং কর্মকর্তা তাদের দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ। নির্বাচনে থাকবে কঠোর নিরাপত্তা বলয়ে ঢাকা। কমিশনার মোঃ আলমগীর প্রিজাইডিঃ অফিসারদেরকে নির্বাচন চলাকালীন সময়ের সকল বিষয়ে নিয়মকানুন জানিয়ে দেন। তিনি বলেন কে জিতলো কে হারলো এটা নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com