বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা জীবন দিবে। খাবার কিনতে হিমশিম খাচ্ছে দেশের ৬৮ ভাগ মানুষ। নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে দেশের প্রতি তিনজন মানুষের দুইজনই খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে অনেকেই স য় ভাঙছেন। কেউ কেউ আবার ঋণও করছেন। আর গণভবনের পুকুর থেকে চিতল মাছ ধরে প্রধানমন্ত্রী ছবি ভাইরাল করছে। দেখাচ্ছেন সারাদেশের মানুষ চিতল মাছ খাচ্ছে। দেশের মানুষ যখন তেল-নুন কিনতে পারে না, নিত্যপণ্যের বাজারে আগুন, প্রধানমন্ত্রী তখন গণভবনের পুকুরে চিতল মাছ শিকারে ব্যস্ত। ইদানিং প্রধানমন্ত্রী ভালো সাজার চেষ্টা করছেন।
ভালো মানুষ সাজা সহজ, কিন্তু হওয়া কঠিন। জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশব্যাপী বিএনপির সমাবেশে হামলা ও বাধাপ্রদানের প্রতিবাদে নাটোর শহরের আলাইপুরে ওয়াপদা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম নেতা এবং সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম সহ অন্যান্যরা ।
জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াছমিন ছবি বলেন, বিএনপির নেতা-কর্মীরা ও সমর্থক সহ দেশের মানুষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে চায়। তাদের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর। প্রয়োজনে জীবন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এর আগে সোমবার সকাল থেকেই বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হালকা যানবাহন ও পায়ে হেঁটে সভাস্থলে এসে হাজির হন। অনেকেই মিছিল নিয়ে সভাস্থলে আসেন।