বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০২২-এর ফল প্রকাশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

শিশু-কিশোরদের বই পাঠের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয় জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা-২০২২।
প্রতিযোগিতা শেষে গতকাল বুধবার পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন নতুন কিশোরকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি মোশাররফ হোসেন খান।
২০২২ সালের জুন, জুলাই ও আগস্ট সংখ্যার ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় কবি মোশাররফ হোসেন খান বলেন- ‘কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো‘- এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক নিয়মিত প্রকাশিত হয়ে আসছে নতুন কিশোরকণ্ঠ। বাংলাদেশের অসংখ্য শিশু-কিশোরের প্রিয় মাসিক পত্রিকা এটি। নতুন কিশোরকণ্ঠ পত্রিকা একজন ছাত্রকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার জন্য সর্বদা উৎসাহিত করে যাচ্ছে। একইসাথে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক যেসকল কার্যক্রমের আয়োজন করে থাকে, দেশব্যাপী জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা তন্মধ্যে অন্যতম। শিশু-কিশোরদের সুন্দর ও যোগ্য করে তুলতে মাসিক নতুন কিশোরকণ্ঠের এই উদ্যোগ যেন সার্বিকভাবে সফল হয়-মহান আল্লাহর দরবারে সেই কামনা করছি।’
নির্বাহী সম্পাদক জনাব জাহিদুল ইসলাম বলেন, ‘প্রায় চার দশক থেকে কিশোরকণ্ঠ শিশু-কিশোরদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে এবং পাশাপাশি এক দশক ধরে আয়োজন করে আসছে জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা-২০২২। এবারের আয়োজনে যারা অংশগ্রহণ করেছ, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং বিজয়ী বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে কিশোরকণ্ঠ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল পাঠক, লেখক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক মু. আব্দুল আলিম ও তোফাজ্জল হোসাইনসহ কিশোরকণ্ঠ পরিবারের সদস্য আতিকুর রহমান, আতাহারুল ইসলাম, ফয়জুল্লাহ মাহমুদ, নাহিদ হাসান, আমিনুল ইসলামন, নাহিদ জিবরান, হাসান আলী প্রমুখ।
প্রায় লক্ষাধিক পাঠকদের মাঝ থেকে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রাথমিক ও চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার শিক্ষাবৃত্তি, দ্বিতীয় পুরস্কার ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার শিক্ষাবৃত্তি, তৃতীয় পুরস্কার ২০,০০০/-(বিশ হাজার) টাকার শিক্ষাবৃত্তিসহ মোট ১০ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থান পরবর্তী সময়ে কিশোরকণ্ঠের ফেসবুক পেইজ, ওয়েবসাইট, ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
পুরস্কার বিজয়ী যারা :
১ম স্থান : এস. এম মহসিন, আলহাজ ফাতেমা আজিজ আদর্শ বিদ্যানিকেতন, শ্রেণি : ১০ম, দেওয়ানগঞ্জ, জামালপুর।
২য় স্থান : ইশরাত নূর সামিয়া, বুড়িরচর এম.এ.এ.এম উচ্চ বিদ্যালয়, শ্রেণি : ১০ম, হাতিয়া, নোয়াখালী।
৩য় স্থান : মো, ইরান মোল্যা, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ, শ্রেণি : দ্বাদশ, ফুলতলা, খুলনা।
৪র্থ স্থান : মো. ফারহান মুনায়েম, খিলগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শ্রেণি : ৮ম, খিলগাঁও, ঢাকা।
৫ম স্থান : তারেক হাসান, ধাপ সাতগাড়া বা.ম. কামিল মাদ্রাসা, শ্রেণি : ১০ম, সদর, রংপুর।
৬ষ্ঠ স্থান : মো. রুশান, হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, শ্রেণি : ১০ম, বন্দর, চট্টগ্রাম।
৭ম স্থান : ইয়াদুল ইসলাম তামিম, পাবনা ইসলামিয়া মাদরাসা, শ্রেণি : ৭ম, ঈশ্বরদী, পাবনা।
৮ম স্থান : তাসফিয়া নূসরাত, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি : ৭ম, কদমতলী, ঢাকা।
৯ম স্থান : ইসমাইল আহমদ, দাসউরা সিনিয়র আলিম মাদরাসা, শ্রেণি : আলিম ১ম, বিয়ানীবাজার, সিলেট।
১০ম স্থান : জিহাদুল ইসলাম (ফাহিম), কুমিল্লা জিলা স্কুল, শ্রেণি : ১০ম, আদর্শ সদর, কুমিল্লা।
প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com