সাত বছর পর শেরপুর জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলা যুব মহিলা লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুবা রহমান শিমু। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে দুপুরে শেরপুর জেলা শহরের শহীদ মিনারে এ সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ। জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের মার্চ মাসে জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সাত বছর পর আবার জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে অধ্যাপক অপু উকিল সকলের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাহবুব আরা শিমুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।