পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ডলার ব্যবহার করি না। টাকা থাকলে ডলার হয়। বাংলাদেশে টাকার সংকট রয়েছে ডলারের নয়।
গতকাল রোববার (৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করবো সেগুলো বিক্রি করে টাকা পাবো। আর ডলার তখন লাগে যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোনো সংকট নেই। টানাটানি আছে এ মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে। তবে আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, কথা একটাই ঘরে বসে সাহেবগিরি করা চলবে না। করে কাজ না করে বসে থাকলে এ মানুষ দিয়ে দেশের কোনো পায়দা নেই। যিনি সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে যান তিনি প্রকৃত হিরো। এসময় সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।