সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ তিনি ২২ বছর কারাভোগ করেছেন তবুও কারো প্রস্তাবে সাড়া দিয়ে দল ত্যাগ করে অন্য দলে যোগ দেননি। উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজের জীবন থেকে ২২টি বছর ঝরে গেলেও দলের সাথে বেঈমানী করে অন্যদলের নেতাদের প্রস্তাবে সাড়া দিয়ে দল ত্যাগ করেননি। আমির হোসেন সবুজ বলেন, ৮৬ সালে ২১ ফেব্রুয়ারী তৎকালীন নেতা পিটার মোর্শেদের হাত ধরে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে, কেন্দ্রীয় বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের উপস্থিততে আমির হোসেন সবুজ ছাত্রদলে যোগদান করেন। ৮৭ উপজেলা ছাত্রদলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। ৮৯ সালে সাংগঠনিক সম্পাদক ও ৯২ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ষড়যন্ত্রমুলক একটি মিথ্যা মামলায় আমার যাবজ্জীবন সাজা হয়। সাজা হওয়ার পরেও কারাগারে থাকাবস্থায় ২০০১ পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে বহাল ছিলাম। স্থানীয় ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হাসু(২৫) দুর্বৃত্তের দাড়া হত্যার শিকার হয়। ঘটনার পর নিহতর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ৫ জনকে আাসামী করে মামলা করে। সে মামলায় প্রকৃত আসামীদের সাথে সবুজ ও বড় ভাই নিরীহ মনসুর রহমানের নাম যুক্ত করে মামলা করা হয় যেটা ছিলো একটা গভীর ষড়যন্ত্র। সে মামলায় রায় হয় ৯৯ সালের ২২ মার্চ। ওই মামলায় সবুজ ও ভাই মনসুর রহমান সহ কয়েকজনের যাবজ্জীবন সাজা হয়। এরশাদ বিরোধী আন্দোলনে সবুজ এর সক্রিয় ভূমিকা ছিলো শাহজাদপুর এবং ঢাকায়। এরশাদ বিরোধী আন্দোল করে একাধিক বার কারা ভোগ করতে হয়েছে তাকে। রাজনৈতিক জীবনে ১৭ বার কারাভোগ করতে হয়েছে। তিনি আরো বলেন, জেলে থাকাবস্থায় মুক্তির শর্তে একাধিকবার তাকে দল পরিবর্তন করে আওয়ামীলীগে যোগদানের প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি তা গ্রহণ করেননি। ২০২০ সালের ১৬ আগষ্ট কারাগার থেকে তার মুক্তি হয়। তিনি বলেন, ১৪ সালেই সাজার মেয়াদ শেষ হয় অথচ, তাকে ৬ বছর বাড়তি রাখা হয়। ৯৬ তত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার আগে কয়েকবার হামলার শিকার হয়েছে। জেলখানায় থাকাবস্থায় তিনি অবরুদ্ধ সবুজ প্রেম ও দ্রোহের কবিতা নামক একটি বই লেখেন যেটা বিভিন্ন মাধ্যমে কয়েকজনের সহযোগীতায় ২০১৯ সালে অমর একুশে গন্থমেলায় অনার্যপুত্র নাগরিক ফাউন্ডেশনের প্রকাশনার ব্যানারে প্রকাশ পায়। জেলখানায় থাকাবস্থায় প্রায় ৫ হাজার কবিতা লিখেছেন। কবিতা ৮৯ নামক আরেকটি বই বের হয়েছে। ২০২০ সালের ১৪ আগষ্ট কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শাহজাদপুর ফিরে এসে পুনরায় বিএনপির রাজনীতির সাথে সক্রিয় হয়। সম্প্রতি নবগঠিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আমির হোসেন সবুজ বলেন, আমার জীবন থেকে ২২ টি বছর ঝরে গেছে কারাগারে থেকে। আমি ফিরে এসে আবার সক্রিয় ভূমিকা পালন করছি আমার প্রিয় দলে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি। আমার বলিষ্ঠ নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করতে চাই।