রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুরে সংবাদ সম্মেলন চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কমিটি গঠন বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উলিপুরে ইউড্রেনের দুই পাশের সংযোগ সড়ক হওয়ায় এলাকাবাসী আনন্দিত কালীগঞ্জে সরকারি স্থান থেকে ফুলের হাট স্থানান্তর: বিপাকে প্রতিবন্ধী ইজারাদার পিআইবি,র প্রশিক্ষণ গ্রহণ করলো নগরকান্দা ও সালথার সাংবাদিক বৃন্দ গজারিয়া স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা বরিশালে প্রচন্ড তাপদাহে বাড়ছে তালপাখার চাহিদা

চরফ্যাসনে প্রতিমন্ত্রির নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে আছে। অতীতে অন্য যে কোন সরকারের আমলের চেয়ে বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতিও অনেক উন্নত। গত শুক্রবার(৪সেপ্টেম্বর) শুক্রবার ১২টা ৩০মিঃ ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার নতুন ডাবল কেবিন গাড়ি হস্তেন্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব বলেন, ১৬ কোটি জনগনের এইদেশে বিচ্ছিন্ন দু- একটি ঘটনা ঘটলেও পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে অপরাধমুলক ঘটনা অনেক কম। করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে অর্থনৈতিক পরিস্থিতিও পৃথিবীর অনেক দেশ থেকে ভাল। করোনা অপশক্তি মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ মাথা উচুঁ করে আবারও বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হবে। অতীতে বিএনপি- জামায়েতের রাজনৈতিক নৈরাজ্যের কারনে মানুষ এখন নেতিবাচক রাজনীতি সমর্থন করেনা। দেশের মানুষ এখন আর সংঘাতের রাজনীতি চায়না, জঙ্গীবাদ সন্ত্রাস চায়না, দেশবাসী চায় উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা। শেখ হাসিনার শাসনামলে শহরের ন্যায় গ্রামের সাধারন মানুষও অনেক শান্তিতে বাস করছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পানি উন্নয়ন বোড ডিভিশন-২চরফ্যাশন এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, এস এম মোর্শেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন থানার ওসি মনির হোসেন, শশীভূষন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে এরপরে শুক্রবার বিকেলে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি চরফ্যাশন ও মনপুরার অবশিষ্ট নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহনের লক্ষ্যে বিকেল ৪টায় নীল কমল এলাকার তেতুলিয়া নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।নীলকমল এলাকার আবুল কালাম(৪৫) বলেন, কাশেম বাজার মাননীয় প্রধানমন্ত্রীর ৮০ঘর বিশিষ্ট একটি গুচ্ছ গ্রাম ছিল। নদী ভাঙনের ফলে ঘরগুলো নদীর গহর্বে বিলীন হয়ে গেছে। তা রোধের জন্যেই পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব এখানে পরিদর্শনে এসেছেন। এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী, বেতুয়া প্রশান্তি পার্ক, মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচী শেষে চরফ্যাশনে অবস্থিত বরিশাল বিভাগের সর্বাধুনিক শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং দেশের একমাত্র দৃস্টিনন্দন “জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। এসময়ে যুব ও ত্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে নদীভাঙ্গন ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। নদী ভাঙ্গন কবলি এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, দুলারহাট থানার আহম্মদপুর ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম মিয়া, নীলকমল ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com